উখিয়ায় মাছকারিয়া ডেবার খাল খনন শুরু, দীর্ঘ প্রতীক্ষার পর গ্রামবাসীর মুখে আনন্দ
শাকুর মাহমুদ চৌধুরী:উখিয়া
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া ডেবা গ্রামের মানুষদের জন্য দীর্ঘ প্রতীক্ষার পর সুখবর এসেছে। গন আকাংখার প্রেক্ষিতে, স্থানীয় মাছকারিয়া খালের খনন কাজ শীঘ্রই শুরু হবে।
৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসাইন চৌধুরী স্থানটি পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন রাজাপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, ইউপি সদস্য আব্দুল হক, সমাজসেবক গফুর কোম্পানি, এবং এলাকার ভুক্তভোগী কয়েকজন বাসিন্দা।
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই খালের খনন কাজ শুরু করার জন্য, যা এলাকাবাসীর জীবিকার সঙ্গে সম্পর্কিত। এই খাল খননের ফলে এলাকার কৃষি, মাছ চাষ, এবং অন্যান্য নানা কর্মসূচির উন্নতি হবে বলে আশাবাদী স্থানীয়রা।
এলাকার বাসিন্দারা বলেন, অবশেষে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা পূর্ণ হলো। আমরা আশা করি, খালটি খনন হলে আমাদের জীবনযাত্রা আরো সহজ ও ভালো হবে।
এদিকে, উখিয়ার সাংবাদিক নেতা নুর মোহাম্মদ সিকদার মন্তব্য করেছেন, এটা এক বিশাল উন্নয়নমূলক পদক্ষেপ। এই খালের খনন আমাদের এলাকার জন্য একটি বড় সুযোগ হবে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চারিত হবে। স্থানীয় প্রশাসন ও ইউপি প্রতিনিধিরা আন্তরিকভাবে কাজ করছেন, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
এলাকার জন্য এই খাল খননের কাজ শুরুর মাধ্যমে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।