উখিয়ার আলেমেদ্বীন হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ কোটবাজারে দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক মহলে উদ্বেগ
শাকুর মাহমুদ চৌধুরী: উখিয়া
কক্সবাজারের উখিয়ার প্রখ্যাত আলেম, ইসলামী আলোচক ও respected শিক্ষক হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার, ২৩ জুলাই ২০২৫ রাত এশার নামাজ আদায় শেষে কোটবাজার জামে মসজিদ থেকে বাসায় ফেরার পথে জমজম মার্কেট সংলগ্ন ড্রেইনের পাশ দিয়ে হাঁটার সময় একটি ফাঁক দিয়ে “পা” স্লিপ করে পড়ে যান তিনি। এতে করে তার হাতে মারাত্মকভাবে জখম হয়।
ঘটনার তাৎক্ষণিক পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে বিশ্রামে আছেন এবং চরম শারীরিক কষ্টে দিন পার করছেন।
মাওলানা ফয়েজ উল্লাহ ধুরুমখালী জনাব আলীপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব, ফাতেমাতুজ জাহরা বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষক ফোরামের একজন নিবেদিত সদস্য। তার এ দুর্ঘটনায় উখিয়ার শিক্ষক সমাজ, ইসলামী মহল ও শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ ও বিষণ্নতা ছড়িয়ে পড়ে।
উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেছেন। শিক্ষক ফোরামের পক্ষ থেকে জানানো হয়, মাওলানা ফয়েজ উল্লাহ সাহেব একজন আলোকিত পথপ্রদর্শক।
তাঁর এ দুর্ঘটনায় আমরা অত্যন্ত ব্যথিত ও উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করি।
আগামী শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
আল্লাহ পাক যেন প্রিয় এই আলেমেদ্বীনকে দ্রুত আরোগ্য দান করেন আমিন।