উখিয়ার কোর্টবাজারে রাজকুমারী শপিং মলের যাত্রা শুরু, লেডিস ফ্যাশনে নতুন অধ্যায়
মোহাম্মদ রাশেদ:
উখিয়ার কোর্টবাজার আরব সিটি সেন্টারের নিচতলায় প্রথম গলির ডানপাশে রাজকুমারী শপিং মল আজ (২৭ জুন ২০২৫ইং) শুক্রবার জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আধুনিক ও মানসম্মত লেডিস পোশাকের নতুন বিপণিবিতান ‘রাজকুমারী শপিং মল’।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর্টবাজার দোকান মালিক সমিতির সম্মানিত সভাপতি খোরশেদ আলম বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দু রহমান এবং উখিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রিদুয়ানুল হক জিসান।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা রাজকুমারী শপিং মলের উত্তরোত্তর সাফল্য ও গ্রাহকসেবায় মান বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উদ্বোধনের পর উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মফিজ। এসময় তিনি বলেন,
“আমি সবসময় চেষ্টা করবো ক্রেতাদের রুচি ও চাহিদা অনুযায়ী নতুন নতুন ডিজাইনের পোশাক এবং উন্নতমানের কাপড় সরবরাহ করতে। আমার লক্ষ্য, কোর্টবাজারসহ উখিয়ার নারীদের জন্য একটি নির্ভরযোগ্য ও ট্রেন্ডি শপিং গন্তব্য তৈরি করা।”
রাজকুমারী শপিং মলে থাকছে দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের ফ্যাশনেবল সালোয়ার কামিজ, থ্রি-পিস, কুর্তি, হিজাব, শাড়ি এবং আনুষঙ্গিক এক্সেসরিজ – সব কিছুই এক ছাদের নিচে।
ব্যতিক্রমী সাজসজ্জা, গ্রাহকবান্ধব পরিবেশ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রির প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো রাজকুমারী শপিং মল।
রাজকুমারী শপিং মলের উদ্বোধন কেবল একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠানের সূচনা নয়, বরং এটি কোর্টবাজারের ব্যবসায়িক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন স্থানীয়রা।