উখিয়া টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিএনপি নেতা
মোহাম্মদ রাশেদ
উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার নতুন এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উখিয়া উপজেলা সভাপতি ও উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান।
সম্প্রতি এক সভার মাধ্যমে এডহক কমিটি গঠন করা হয়, যেখানে সর্বসম্মতিক্রমে তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি মাদ্রাসার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা আশা করছেন, তাঁর নেতৃত্বে মাদ্রাসাটি আরও এগিয়ে যাবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে।