কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী শাহীন বাহিনীর আরো দুই সদস্য গ্রেফতার করেছে র্যাব-১৫
মো.নাছিম;উখিয়া
কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত শাহীন বাহিনীর কথিত ক্যাশিয়ার ইকবাল (৪০) এবং বাহিনীর সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম (৪৪)-কে গ্রেফতার করেছে র্যাব-১৫।
র্যাব-১৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সীমান্তবর্তী ও পর্যটন এলাকা হওয়ায় কক্সবাজারে মাদক, অস্ত্র, ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধ বেড়েই চলেছে। এসব অপরাধের সঙ্গে জড়িত শাহীনের মতো সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রামু ও নাইক্ষ্যংছড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রভাবশালী এই বাহিনী প্রায় ৪০-৪৫ জনের বেশি বেতনভুক্ত ও অস্ত্রধারী ক্যাডার নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে।
র্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২ জুলাই বিকালে রামু থানার গর্জনিয়া ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে একইদিন সন্ধ্যায় সদর থানাধীন সিকদার পাড়া এলাকা থেকে ডাকাত শাহীন বাহিনীর নির্ভরযোগ্য ক্যাশিয়ার ইকবালকেও গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া এই দুই আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। র্যাব-১৫ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।