1. b4582c9923ca0880dea522bce41d3686 : UProtidin :
শিরোনামঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হরিণমারায় বিশাল বিক্ষোভ মিছিল ও শোডাউন হাফেজ করিম উল্লাহ হুজুরের বাড়ি থেকে চুরি হওয়া গরু উদ্ধার, গরু চোরে জড়িত গরু ব্যবসায়ী ফরিদ মিয়ানমার ১৮০,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার যোগ্য ঘোষণা, যাচাই চলছে আরও ৭০,০০০-এর উখিয়ার পালংখালীতে পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ হলেই মাকে জুতা দিয়ে জখম রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোর্টবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে কড়া নিরাপত্তা, সুলভ মূল্যে ঈদ বাজারে ক্রেতাদের স্বস্তি কক্সবাজার কৃষক লীগের সাধারন সম্পাদক জসীম উদ্দীন জালিয়াতি মামলায় গ্রেফতার। বিএনপির উখিয়া উপজেলা শাখার ২ নেতাকে বহিষ্কার ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি, কোর্টবাজার স্ট্যাশনে মানববন্ধন অনুষ্ঠিত
শিরোনামঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হরিণমারায় বিশাল বিক্ষোভ মিছিল ও শোডাউন হাফেজ করিম উল্লাহ হুজুরের বাড়ি থেকে চুরি হওয়া গরু উদ্ধার, গরু চোরে জড়িত গরু ব্যবসায়ী ফরিদ মিয়ানমার ১৮০,০০০ রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার যোগ্য ঘোষণা, যাচাই চলছে আরও ৭০,০০০-এর উখিয়ার পালংখালীতে পৈতৃক সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে বিরোধ হলেই মাকে জুতা দিয়ে জখম রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোর্টবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে কড়া নিরাপত্তা, সুলভ মূল্যে ঈদ বাজারে ক্রেতাদের স্বস্তি কক্সবাজার কৃষক লীগের সাধারন সম্পাদক জসীম উদ্দীন জালিয়াতি মামলায় গ্রেফতার। বিএনপির উখিয়া উপজেলা শাখার ২ নেতাকে বহিষ্কার ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি, কোর্টবাজার স্ট্যাশনে মানববন্ধন অনুষ্ঠিত

কক্সবাজার কৃষক লীগের সাধারন সম্পাদক জসীম উদ্দীন জালিয়াতি মামলায় গ্রেফতার।

  • আপডেট সময়ঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

কক্সবাজার কৃষক লীগের সাধারন সম্পাদক
জসীম উদ্দীন জালিয়াতি মামলায় গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলার কৃষকলীগের সাধারণ সম্পাদক কে ষ্টাম্প
জালিয়াতি মামলায় মোহাম্মদ জসীমউদ্দিন কে গ্রেপতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, বহু মামলায় অভিযুক্তভূক্ত আসামী অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন,

অনুসন্ধান করে জানা যায় যে, কক্সবাজার সদর কোর্টের সি, আর- ৬৩৬/২৪ মোহাম্মদ ইরফান বাদী হয়ে মামলা করেন। উক্ত মামলার আদেশে ৩০/০১/২৫ ইং তারিখে তদন্ত কারী কর্মকর্তা মোহাম্মদ ইরফানের অভিযোগের সত্যতা পেয়ে
পেনাল কোড,১৮৬০ এর ৪১৯/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/৪০৬/৪২০ ধারার অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে মতামত প্রদান করেন। দাখিলকৃত প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগকারীর আপত্তি নাই। অধিকন্তু দাখিলকৃত প্রতিবেদনটি বস্তুনিষ্ঠ, বিশ্বাসযোগ্য ও ত্রুটি মুক্ত মর্মে আদালতের নিকট প্রতীয়মান হয়।

ধৃত আসামি মোহাম্মদ জসীম উদ্দীন পিতা- মৃত আব্দুল করিমের ছেলে স্থায়ী ঠিকানাঃ খরুলিয়া মকবুল সওদাগরের পাড়া
ঝিলংজা, থানা, ও জেলা কক্সবাজার।

ঘটনার স্থান ও সময়: ৩০/৯/২০১৮ ইং ককসবাজার আদালত এলাকায়
২য় ঘটনা বিগত ০১/০২/২০২৪ ইং অনুমান ১১ ঘটিকা, ঘটনাস্তল: ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয়,কক্সবাজার জেলা প্রশাসন।

ধৃত আসামি মোহাম্মদ জসীমউদ্দিন বাংলাদেশ কৃষকলীগের কক্সবাজার সদরের সাধারন সম্পাদক ছিলেন, ক্ষমতাসীন দলের দাপট দেখিয়ে কক্সবাজার এল এ শাখা থেকে জাল জালিয়াতি করে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন, ভুক্তভোগী কেউ প্রতিকার চেয়ে আদালতে সরানাপন্ন হতে চাইলে আগে থেকে ওৎপেতে থাকত তার লাঠিয়াল বাহিনী। তাদের দ্বারা তুলে নিয়ে নির্মম নির্যাতন করত । এই পর্যন্ত জসীমউদ্দিন এর বিরোদ্বে বহু মামলা আছে বলে অনুসন্ধানে বেরিয়ে আসে, তাকে আটকের বিষয়ে জানতে চেয়ে কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান ফোন দিলে প্রতিবেদনকে তিনি জানান
আমি থানার বাহিরে আছি অফিসে গিয়ে জানাচ্ছি
বলে ফোন কেটে দেন।

বাদী সহজ সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হয়। এবং পেশায় সাধারণ শ্রমজীবী লোক হয়। পক্ষান্তরে আসামী জালিয়াতিকারী,পরধন লোভী ও প্রতারক শ্রেনীর লোক আসামী বাদীর আপন চাচাত ভাই।

কক্সবাজার আদালত প্রাঙ্গণে আসামি অসৎ উদ্দেশ্য ও প্রতারণা মূলক ভাবে বেআইনী উপায়ে জাল- জালিয়াতির মাধ্যমে মিথ্যা জাল দলিল প্রনয়ন সাধারণ আমমোক্তার নামা দলিল” সৃজন করেন।
যাহা কক্সবাজার নোটারী পাবলিক কার্যালয়৭ নং স্বাক্ষীর নিকট নোটারী রেজিঃ নং ৯১২ তাং ৩০/০৯/২০১৮ ইং নিবন্ধন হয়। উক্ত সাধারণ আমমোক্তার দলিল অনুসারে ধৃত আসামী মোহাম্মদ জসীম উদ্দীন সাধারণ আমমোক্তা নামা গ্রহীতা হয়।
প্রকৃতপক্ষে আমমোক্তানামাটি ভূয়া মিথ্যা প্রমানিত হয় সিআইডির তদন্তে বেরিয়ে আসে।

আরও উল্লেখ থাকে যে,জাল নোটারী আমমোক্তা নামা বানিয়ে জেলা জজ কোর্টে যুগ্নজেলা জাজ ১ম আদালত সেরাস্তাকে বস করিয়ে কৌশল/ তদবীর বিনিময় করে,আরএস খতিয়ানের দাগের সাথে বিএস খতিয়ানের তুলনামূলক দাগ মিল নাথাকলেও
মামলা রুজু করাতেন খুটির বলে প্রয়োজনবোধে আওয়ামী লীগ কক্সবাজারের নেতৃত্ববৃন্দদের ব্যবহার করতেন। বিশেষ করে ককসবাজারের কৃষকলীগের সভাপতি আতিক কে ব্যবহার করতেন।
এল মামলা ৪/১৬-১৭ হইতে সমস্ত রোয়াদাদ থেকে বিএস রেকডীয় মালিক গন ১ কোটি টাকা উত্তোলন করিলে ধৃত জসীমকে ১০ লক্ষ টাকা চাদা দিতে হত। না দিলে উক্ত মামলা হইতে যে দাগ থেকে টাকা উত্তোলন হবে ঐ দাগে কর্তন দিবে না, বিধায় এল শাখা বি,এস রেকডীয় মালিককে টাকা দেবে না?

ঝিলংজা মৌজায় ৪-/১৬-১৭ আনুমানিক টাকার পরিমান ৮০০ কোটি টাকা পর্যন্ত অধিগ্রহণ করা হয়েছে। তৎ মধ্যে থেকে জালিয়াতি চক্রের হোতা জসীমউদ্দিন ১০% হারে ৮০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
যারা টাকা উনাকে দেয় তারা টাকা তুলতে পারে
যারা টাকা দেবেনা তাদের মামলায় থেকে দাগ কর্তন দেয়না ফলে বিএস রেকডীয় মালিকগন টাকা উত্তোলন করতে পারেন না!

৫/৩/১৯২৬ ইং তারিখের ৬৩৪ নং সিএস জরিপের কবলাকে আদালতে ফেরাবীভাবে আর এস জরিপের কবলা বলে আখ্যায়িত করে, মামলা দাখিল করে আর ও উল্লেখ থাকে যে, আরএস জরিপ শুরু হয়েছে ১৯২৮ সালে হলে প্রতারণা মূলক ১৯২৬ সালে যে দলিলটি সিএস জরিপের দাগ ছিল।
মূলত সিএস খতিয়ান কে আর এস দেখিয়ে মামলা রুজু করে অহেতুক হয়রানি করতেন ভূমিদস্যু জসীম।

বিএস খতিয়ান নং ৩৭৫,২১৫,৫৩২,১৪৪১,৯৭০,৩১৯,১৪৫৪,৯১৫,৯৫৮,১২৬,১৪৪৩,১১২,১৭২,৬০৬,৫২৫,১৪৪০,২০৩,২৭৯,১১৯৮,৮৩৮ বিএস খতিয়ানের জন্যে আদালতে
অপর ৩৪৯ /২০১৮ প্রতারনার আশ্রয় নিয়ে মামলা রুজু করে রাখেন, উক্ত খতিয়ান সমূহে মোট ৮৫ টি দাগ ছিল সম্পুর্ন জমি এল এ মামলা ৪/১৬/১৭ অন্তর্ভুক্ত হয়। উক্ত মামলায় ধৃত জসীম উদ্দীন নালিশী জমির পরুমান দাবী করে ২৪.৭৫ একর
আদেশ নং ১১, ১২ ১৩, ১৯,৩০,২৬,এবং আর ও অনেক আদেশে মামলার তপশীল হইতে দাগ কর্তন দিয়ে থাকিলে ও নালিশী জমির পরিমান কোন অবস্থাতে কমায় না বরাবর থেকে যায়।

কর্তন দেওয়ার সময় আর এস বিএস দাগ মিল নেই বলে আরজি সংশোধন করে কর্তন দেন। মূলত কর্তন দেওয়ার সময় বিএস রেকডীয় মালিকগন থেকে ১০% করে ক্ষতিপূরণের টাকা হিসেব জালিয়াতির মাধ্যমে গ্রহন করতে ভূমিদস্যু, প্রতারক ধৃত আসামি
জসীম মামলা দাখিলের সময় কোন ওয়ারিশ সনদ দাখিল করেন না?

২১ / ০৭/১৯৮৭ ইং তারিখে হাতের লেখা তিন টাকা দামের ৩ টি ষ্টাম্পে রেজিষ্টিরিবিহীন একটি জাল দানপত্র জসীম উদ্দীনের নামে সৃষ্টি করে উক্ত জাল দলিলে দাতা দেখানো হয়েছে খদিজাবিবিকে, জাল দলিলের নিচে লেখা আছে ছেলে হউক মেয়ে হউক ২ টি সন্তান যতেষ্ট আইন পাশ হয় ২০১৮ সালে অথচ এখানে জসীম ব্যবহার করেছেন ১৯৮৭ সালের ষ্টাম্প যা ধৃত আসামি জসিমের জন্মের ২ বছর পূর্বের,
দলিল বানিয়ে জালিয়াতির মাধ্যমে ৭১ টি, বি,এস খতিয়ানের ২৫০ টি দাগ কে বিরোধী করে জালিয়াত মামলা সৃজন করেন।মামলা নং অপর ১৩৫/২০২৩ইং যুগ্নজেলা জাজ ১ম আদালত।

উক্ত মামলা হইতে দাগ কর্তনের মাধ্যমে জমির মালিক গন চাদার টাকা আদায় করেন। বিশ্বস্তসূত্রে জানতে পারা যায় যে ব্যাংক চেকের মাধ্যমে ও ৩০০ টাকার নোটারীর ষ্টাম্পের মাধ্যমে চাদার টাকা আদায়ের প্রমান রয়েছে।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৫ ইং
Site Customized By NewsTech.Com