1. b4582c9923ca0880dea522bce41d3686 : UProtidin :
শিরোনামঃ
দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন, শাহজাহান চৌধুরী। বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত–আহতদের স্মরণে দোয়া ও সচেতনতামূলক সভা আয়োজন ভাই ভাই যুবকল্যাণ সমিতির উখিয়ার আলেমেদ্বীন হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ কোটবাজারে দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক মহলে উদ্বেগ এনজিও কর্মী ইমরান ছাদেক বাপ্পির ছদ্মবেশে ইয়াবা সাম্রাজ্য! সিন্ডিকেটে চলে পাচার কার্যক্রম কক্সবাজারে সালাহ উদ্দিন আহমেদ’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে উখিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল। জাবেদ রেজার হাত ধরে বান্দরবান বিএনপির হারানো ঐতিহ্য ফিরে আসবে, ঘুমধুমে মাওলানা নুরুল হাসান আযাদ। বদি ঘনিষ্ঠ গফুর মেম্বার গ্রেফতার, রত্নাপালংয়ে ভোট দখল ও ত্রাসের অধ্যায়ের অবসান। কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী শাহীন বাহিনীর আরো দুই সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১৫ উখিয়ার ধুরুমখালীতে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ দুইজন আটক করেছে পুলিশ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত।
শিরোনামঃ
দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন, শাহজাহান চৌধুরী। বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত–আহতদের স্মরণে দোয়া ও সচেতনতামূলক সভা আয়োজন ভাই ভাই যুবকল্যাণ সমিতির উখিয়ার আলেমেদ্বীন হাফেজ মাওলানা ফয়েজ উল্লাহ কোটবাজারে দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষক মহলে উদ্বেগ এনজিও কর্মী ইমরান ছাদেক বাপ্পির ছদ্মবেশে ইয়াবা সাম্রাজ্য! সিন্ডিকেটে চলে পাচার কার্যক্রম কক্সবাজারে সালাহ উদ্দিন আহমেদ’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে উখিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল। জাবেদ রেজার হাত ধরে বান্দরবান বিএনপির হারানো ঐতিহ্য ফিরে আসবে, ঘুমধুমে মাওলানা নুরুল হাসান আযাদ। বদি ঘনিষ্ঠ গফুর মেম্বার গ্রেফতার, রত্নাপালংয়ে ভোট দখল ও ত্রাসের অধ্যায়ের অবসান। কক্সবাজারে শীর্ষ সন্ত্রাসী শাহীন বাহিনীর আরো দুই সদস্য গ্রেফতার করেছে র‌্যাব-১৫ উখিয়ার ধুরুমখালীতে বিপুল পরিমাণ বার্মিজ সিগারেটসহ দুইজন আটক করেছে পুলিশ উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত।

“কুতুপালং বাজারে কোটি টাকার রাজস্ব, উন্নয়নে নেই কোনো অগ্রগতি”

  • আপডেট সময়ঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৫ বার পঠিত

“কুতুপালং বাজারে কোটি টাকার রাজস্ব, উন্নয়নে নেই কোনো অগ্রগতি”

মোহাম্মদ রাশেদ:

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং বাজার, যেখানে প্রতিবছর কোটি টাকার রাজস্ব আদায় হয়, কিন্তু সেখানে কোনো উন্নয়ন কার্যক্রম দেখা যাচ্ছে না। রোহিঙ্গা কেন্দ্রিক এই বাজারটি কক্সবাজারের দক্ষিণে অবস্থিত এবং সবসময় জমজমাট থাকে। যদিও প্রতি বছর বাজারের ইজারার জন্য কোটি টাকার ডাক হলেও, বাজার সংস্কারের বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ এখনও গ্রহণ করা হয়নি।

২০২৪ সালের জন্য কুতুপালং বাজারের ইজারা মূল্য ছিল ২ কোটি ১৪ লক্ষ ৪৭,৫১০ টাকা। তবে, ইজারা বৃত্তি থেকে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা টাকার কোনও অংশও বাজারের উন্নয়নে ব্যয় হয়নি বলে অভিযোগ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের মতে, বাজারে ব্যবসায়ীদের জন্য নির্দিষ্ট জায়গা না থাকায় তারা রাস্তার ওপর চলে আসেন, যার ফলে প্রতিনিয়ত শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং রাস্তার দুইপাশে ময়লার স্তুপ জমছে। এ ছাড়া পাবলিক টয়লেট এবং টিউবওয়েল সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য বাজার কমিটি বহুবার উখিয়া উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান বাজার কমিটি।

কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জানেহ আলম জানান, তারা ২০২৪ সালের ২৭ আগস্ট উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বরাবর গভীর নলকূপ, পাবলিক টয়লেট, সি.সি ক্যামেরা এবং সৌর বিদ্যুৎ আলো বরাদ্দের জন্য আবেদন করেছিলেন, তবে এখন পর্যন্ত এসব সমস্যার কোনো সমাধান হয়নি।

এছাড়া, ২০২৫ সালের ৬ জানুয়ারি কুতুপালং বাজারের যানজট নিরসন এবং রাস্তার উপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি দরখাস্ত দেওয়া হয়। এর পরপরই, ফুটপাত দখলমুক্ত করার জন্য একটি অভিযান চালানো হয়, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আবারও ফুটপাত দখলে নেয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে বাজার কমিটি এবং সচেতন মহল জানান, বাজারের জন্য একটি নির্দিষ্ট স্থান না থাকায় ব্যবসায়ীরা ফুটপাত দখল করে, যার ফলে যানজট সৃষ্টি হয়। তাদের মতে, কুতুপালং বাজারে নিয়মিত দুইজন ট্রাফিক পুলিশ প্রয়োজন। এ ছাড়া, ব্যবসায়ীরা দাবি করেন, ইজারার একটি নির্দিষ্ট অংশ সংস্কারের জন্য বরাদ্দ হলেও তা কখনোই কার্যকর হয়নি।

স্থানীয় ব্যবসায়ী এবং বাজার কমিটির সদস্যরা বলছেন, “কোটি কোটি টাকা রাজস্ব পেলেও কুতুপালং বাজারের উন্নয়নের জন্য কোনো সদিচ্ছা নেই।” তাদের দাবি, জনগুরুত্বপূর্ণ এই বাজারটির আধুনিকায়ন এবং সংস্কারের মাধ্যমে একটি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ গড়ে তোলার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

অতএব, কুতুপালং বাজারের উন্নয়ন এবং জনসাধারণের সুবিধার জন্য সরকারের সহানুভূতির প্রয়োজনীয়তা এখন অত্যন্ত জরুরি।

নাম: মোহাম্মদ রাশেদ
ফোন:01608-732074
ইমেইল:mdrashedukhiya@gmail.com

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৫ ইং
Site Customized By NewsTech.Com