কোর্টবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে কড়া নিরাপত্তা, সুলভ মূল্যে ঈদ বাজারে ক্রেতাদের স্বস্তি
মোহাম্মদ রাশেদ:উখিয়া প্রতিনিধি
ঈদ উপলক্ষে উখিয়ার কোর্টবাজারে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। কক্সবাজার জেলার অন্যতম ব্যস্ততম বাজার কোর্টবাজার, যেখানে প্রতি বছর ঈদের সময় ক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে, এবার ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ার কারণে ব্যবসায়ীরা কিছুটা উদ্বিগ্ন। ব্যবসায়ীরা এই বছর ক্রেতাদের জন্য মানসম্মত পোশাক এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাজারে ক্রেতাদের উপস্থিতি তেমন না থাকায় তাদের ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।
অন্য বছরের তুলনায় এই বছর প্রশাসন ও দোকান মালিক সমবায় সমিতি নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করেছে। দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল বলেন, “আমরা ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করছি, যদি কোনো ব্যবসায়ী সম্মানিত ক্রেতাদের সাথে অতিরিক্ত দাম নেয় বা খারাপ আচরণ করে, তাহলে ভুক্তভোগী সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দ্রুত পদক্ষেপ নিবো। এছাড়া, যদি কোনো গ্রাহক চুরি বা ইভটিজিংয়ের শিকার হন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।”
কোর্টবাজারে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীও পুরো বাজারে কঠোর নজরদারি রাখছে। ফলে, কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে আশ্বস্ত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ। কোর্টবাজারের ব্যবসায়ীরা জানান, “মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের ঈদ বাজারে আমরা শোভনভাবে ব্যবসা করতে চাই যার ফলে ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি।”
এদিকে, ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় ক্রেতাদের উপস্থিতি কম হলেও তারা এই বছর অনেক বেশি ভালো মানের পোশাক এবং পণ্য সংগ্রহ করেছেন। দামও কম রাখা হয়েছে, যাতে সবার জন্য ঈদের বাজার করার সুযোগ থাকে। স্থানীয় ক্রেতারা জানাচ্ছেন, “এ বছর বাজারে ভালো পোশাক এবং মানানসই দাম পাওয়া যাচ্ছে, যা ঈদের আনন্দ বাড়াবে।”
বাজারের নিরাপত্তা এবং ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে ব্যবসায়ীরা মনে করছেন, কক্সবাজার না গিয়ে কোর্টবাজার থেকেই ক্রেতারা খুব ভালো পণ্য সংগ্রহ করতে পারবেন এবং এতে স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন।