জাবেদ রেজার হাত ধরে বান্দরবান বিএনপির হারানো ঐতিহ্য ফিরে আসবে, ঘুমধুমে মাওলানা নুরুল হাসান আযাদ।
হেলাল উদ্দিন ঘুমধুম থেকে ফিরে:
তৃণমূলের ঐক্যবদ্ধ প্রয়াসেই ফিরবে হারানো গৌরব, মতবিনিময় সভায় নেতাকর্মীদের উদ্দীপনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব মো. জাবেদ রেজার নির্দেশে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১৮ জুলাই-২০২৫) বিকাল ৩টায় রেজু আমতলী মগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে। এতে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব আশরাফ আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী।
সভায় স্থানীয় নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি ও অংশগ্রহণে এক প্রকার রাজনৈতিক উচ্ছ্বাস দেখা যায়, যা আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপির তৃণমূল পর্যায়ে সংগঠনের শক্তিশালী উপস্থিতির ইঙ্গিত বহন করে।
মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী তাঁর বক্তব্যে বলেন, গত দীর্ঘ ১৫-১৬ বছর ধরে আওয়ামী সরকার যেভাবে বিএনপি'র নেতাকর্মীদের ওপর অব্যাহত জুলুম-নির্যাতন চালিয়ে আসছে—তা ইতিহাসে নজিরবিহীন। মামলা-হামলা, গুম-খুন, হয়রানি ও পুলিশি দমন-পীড়নের মধ্যেও যারা নীতিতে অটল থেকে, দলের পতাকা ধরে রেখেছেন, রাজপথে থেকেছেন—তাঁরাই প্রকৃত সৈনিক।
বিএনপির ভবিষ্যৎ পথচলায় এই দুঃসময়ের নেতাকর্মীদের মূল্যায়নের সঠিক সুযোগ তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ আগামী দিনে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। যারা রক্ত, ঘাম ও চোখের জলে আন্দোলনের চাকা সচল রেখেছেন—এই দলের নেতৃত্ব ভবিষ্যতে তাঁদের হাতেই থাকবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন শুধু দলীয় প্রতিযোগিতা নয়—এটি হবে গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার চূড়ান্ত লড়াই। তাই আজ প্রয়োজন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল স্তরে ঐক্য ও শৃঙ্খলা। প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলায় আমাদের সংগঠনকে নতুনভাবে গড়ে তুলতে হবে।
আপনাদের প্রত্যেকের দায়িত্ব হলো—জনগণের দোরগোড়ায় পৌঁছানো, তাদের আস্থা ফিরিয়ে আনা এবং বোঝানো, ধানের শীষ মানেই দেশের শান্তি, গণতন্ত্র ও উন্নয়নের পথ। তৃণমূলের শক্তির মাধ্যমেই এই সরকারকে বিদায় দেওয়া সম্ভব হবে।
সভায় বক্তারা তৃণমূল বিএনপি'র জনপ্রিয় নেতা, বান্দরবানের সাবেক সফল পৌর মেয়র ও বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজার প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। তারা বলেন, জাবেদ রেজা শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি হলেন বান্দরবান বিএনপির প্রাণ। তাঁর সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে জেলার হারানো গৌরব, সাংগঠনিক ঐক্য এবং জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব।
আজকে যদি কেন্দ্রীয় দল সঠিকভাবে মূল্যায়ন করে, জাবেদ রেজার মতো প্রিয় ও পরিচ্ছন্ন নেতার নেতৃত্বকে সামনে আনে—তবে আমরা বিশ্বাস করি, বান্দরবান জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়নেই ধানের শীষে গণজোয়ার তৈরি হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী আকবর, কোষাধ্যক্ষ আলী হোসেন, শামসুল আলম, হাজী মোজাহের মিয়া, আব্দুস সালাম, মোহাম্মদ শফি, আব্দুল আলমসহ ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভা শেষে আগামী নির্বাচনে দলের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা, সদস্য নবায়ন কার্যক্রম জোরদার করা, ভোটারদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং অপপ্রচারের বিরুদ্ধে সচেতনতা তৈরির বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।
এই মতবিনিময় সভার মাধ্যমে স্পষ্ট হয়েছে—বিএনপি'র ঘুমধুম ওয়ার্ডের নেতাকর্মীরা সংগঠনের প্রতি গভীর আনুগত্য ও ভবিষ্যতের লড়াইয়ের জন্য প্রস্তুত। দুঃসময়ে যারা পাশে থেকেছেন, তারাই হতে চলেছেন আগামী বিএনপি নেতৃত্বের অন্যতম ভিত্তি। আর তাঁদের প্রেরণার কেন্দ্রবিন্দু হয়ে উঠছেন মো. জাবেদ রেজা।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ রাশেদ
যোগাযোগঃ 01332784449
ইমেইলঃ ukhiaprotidin@gmail.com
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৫ ইং