বদি ঘনিষ্ঠ গফুর মেম্বার গ্রেফতার, রত্নাপালংয়ে ভোট দখল ও ত্রাসের অধ্যায়ের অবসান।
নিজস্ব প্রতিবেদক:
রত্নাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার আব্দুল গফুর-কে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। অভিযোগ রয়েছে—বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে তিনি প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোটকেন্দ্র দখল, একক প্রার্থী ঘোষণা, সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।
বিশেষ সূত্রে জানা গেছে, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য ও আলোচিত ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। তার বিরুদ্ধে একাধিক সময় ভূমিদস্যুতা, রাজনৈতিক প্রতিপক্ষ দমন, ও সরকারি সুযোগ-সুবিধা আত্মসাতের অভিযোগ উঠেছিল।
পুলিশ জানায়, সম্প্রতি সরকারের নির্দেশনায় সন্ত্রাস, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় তাকে গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর আজ ১৬ জুলাই ২০২৫ইং তারিখে রাত আনুমানিক ১১:৩০ মিনিটের দিকে একদল পুলিশ তাকে একটি আত্মীয়ের বাড়ি থেকে আটক করে।
স্থানীয় জনসাধারণের মতে, গফুর মেম্বারের গ্রেফতারের এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তার গ্রেফতারের মাধ্যমে বহুদিন ধরে চলে আসা ভয়ভীতির রাজত্বের ইতি ঘটবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন স্থানীয়রা।