বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত–আহতদের স্মরণে দোয়া ও সচেতনতামূলক সভা আয়োজন ভাই ভাই যুবকল্যাণ সমিতির
জাকের হোসেন: উখিয়া প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়ায় মানবিক ও সমাজ সচেতনতামূলক এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে ভাই ভাই যুবকল্যাণ সমিতি। গত ০১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার), এশার নামাজের পর স্থানীয় দোকান প্রাঙ্গণে আয়োজিত হয় ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহত শিক্ষার্থীদের স্মরণে এক দোয়া মাহফিল। একইসাথে সমাজে বাড়তে থাকা অনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক, বাল্যবিবাহ ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতা মূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের শুরুতে হাফেজ মোহাম্মদ কায়েম পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে হাদীসের আলোকে হতাহতদের স্মরণে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী বক্তব্য প্রদান করেন। মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হলে উপস্থিত মুসল্লিদের মাঝে নাস্তার প্যাকেট বিতরণ করা হয় সমিতির পক্ষ থেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাই ভাই যুবকল্যাণ সমিতির সভাপতি সালামত উল্লাহ, সাধারণ সম্পাদক শাহা কামাল, ও সংগঠনের অন্যন্য সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন
“আজকের এই উদ্যোগ শুধু দোয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমাদের সমাজের যুব সমাজকে বিপথগামীতা থেকে রক্ষায় এটি একটি প্রতিবাদী বার্তা। ইয়াবা, মদ ও অন্যান্য মরণনেশা যেভাবে আমাদের যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, তাতে এখনই সোচ্চার না হলে ভবিষ্যৎ ভয়াবহ হবে। আমরা আমাদের সমিতির ব্যানারে সামাজিক শৃঙ্খলা, ভ্রাতৃত্ব এবং নৈতিকতা রক্ষায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করবো।
তারা আরও বলেন, শুধু সমিতি নয়, সমাজের প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে মাদক, জুয়া ও অনৈতিক কাজের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
উল্লেখ্য, ভাই ভাই যুবকল্যাণ সমিতি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত। শিক্ষার্থী সহায়তা, অসহায়দের জন্য খাদ্য সহায়তা, মাদকবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক সেমিনারের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছে।
এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত সুধীজনরা।