রুহুল্লার ডেবা ওসমান বিন আফফান (রাঃ) মাদ্রাসার বার্ষিক সভায় হাফেজদের সম্মাননা প্রদান
মোহাম্মদ রাশেদ :
গত ১ জানুয়ারি ২০২৫ ইং, শনিবার, রুহুল্লার ডেবা ওসমান বিন আফফান (রাঃ) মাদ্রাসার বার্ষিক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়াতুন নূর আল-আলামিয়্যাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ।
অনুষ্ঠানে, রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়াং সোসাইটির সদস্যরা ৫ জন কোরআনের হাফেজকে সম্মাননা প্রদান করেন। হাফেজদের মধ্যে ছিলেন মোহাম্মদ আনাস, মোহাম্মদ আনসার উল্লাহ, মোহাম্মদ ত্বায়াহা, মোহাম্মদ আসেম এবং মোহাম্মদ ফয়জুল করিম।
এই মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়, যা স্থানীয় সম্প্রদায় এবং শিক্ষার্থীদের মধ্যে প্রশংসার বিষয় হয়ে উঠেছে। রুহুল্লার ডেবা ব্রাদার্স ইয়ং সোসাইটি তাদের কাজের মাধ্যমে এলাকায় শিক্ষার প্রসারে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সংগঠনটির সামাজিক অবদানকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ রাশেদ
যোগাযোগঃ 01332784449
ইমেইলঃ ukhiaprotidin@gmail.com
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৫ ইং