সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সম্মানহানির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
শাকুর মাহমুদ চৌধুরী, উখিয়াঃ
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২ জুলাই ২০২৫) দুপুরে দায়ের করা এই মামলাটি ২০২৫ সালের সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২৫ ধারায় আমলে নিয়ে আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক ‘পিবিআই’কে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ছমি উদ্দিন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন—মেহেদী হাসান পলাশ, ‘ডিজিটাল অগ্রযাত্রা’ নামের একটি অনলাইন গণমাধ্যমের প্রতিবেদক, সুলতান আহামদ, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাসিন্দা ও স্থানীয়ভাবে কক্সবাজার জেলা বিএনপির সদস্য হিসেবে পরিচিত, ইমান হোসাইন, একই এলাকার বাসিন্দা, খাঁন মঈন উদ্দিন, ডিজিটাল অগ্রযাত্রার প্রতিনিধি এবং ফাহিম হাসান সাদিক, একই প্রতিষ্ঠানের আরেকজন কর্মী।
এডভোকেট ছমি উদ্দিন জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু দাবিকৃত চাঁদা না পেয়ে উন্নত ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে তার সম্মানহানি করে।
গত ৪ জুন ২০২৫, ডিজিটাল অগ্রযাত্রা অনলাইন পোর্টালের ফেসবুক পেজে একটি মানহানিকর মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়, যেখানে দাবি করা হয়—৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী ফ্যাসিস্ট নেতাদের পুনর্বাসন করে শত কোটি টাকা আয় করেছেন বিএনপি নেতা শাহজাহান চৌধুরী।
এই সংবাদের মূল ভিত্তি হিসেবে সুলতান আহামদ ও ইমান হোসাইন নামের দুই ব্যক্তির ভুয়া সাক্ষাৎকার উপস্থাপন করা হয়। বাদিপক্ষের দাবি, এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যার মূল লক্ষ্য বিএনপি ও নেতৃবৃন্দের সম্মানহানি করা।
চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন এবং দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
এ ঘটনায় কক্সবাজার জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা বিষয়টিকে একটি গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছেন এবং অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।
এই ঘটনার মাধ্যমে আবারও স্পষ্ট হলো— ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। সঠিক তদন্ত ও যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ধরনের অপচেষ্টা রুখে দেওয়া এখন সময়ের দাবি।
সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সম্মানহানির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা