প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৭:০৯ পি.এম
সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন
মোহাম্মদ রাশেদ:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন (১৮) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ফুলতলী সীমান্তের শূন্যরেখায় মিয়ানমারের বিদ্রোহীদের পুঁতে রাখা মাইনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তরিক উদ্দিনসহ কয়েকজন চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের ৪৮নং পিলারের কাছে গেলে বিস্ফোরণ ঘটে। পরে আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, বিজিবি বিষয়টি দেখছে।
এদিকে, সীমান্ত পথে মিয়ানমারের বিদ্রোহীদের কাছে জ্বালানি ও অন্যান্য পণ্য পাচার বেড়েছে। একইসঙ্গে মিয়ানমার থেকে ইয়াবা, সুপারি ও অবৈধ গরু বাংলাদেশে ঢুকছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পাচারে কিছু রাজনৈতিক নেতাকর্মীর সম্পৃক্ততার অভিযোগও উঠেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোহাম্মদ রাশেদ
যোগাযোগঃ 01332784449
ইমেইলঃ ukhiaprotidin@gmail.com
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৫ ইং