শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বিবৃতির প্রতিবাদে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার পবন বাধেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র পতিক্রিয়া জানিয়ে এক প্রটেস্ট নোটে বলা হয়েছে, আপনারা শেখ হাসিনাকে থামান। তিনি অব্যাহতভাবে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য, যেন উনি এ ধরনের বক্তব্য না দেন; যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটার কোনো জবাব পাইনি এখনও। গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আজ আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি।