কুতুপালং টিভি টাওয়ার বাঁকে দুর্ঘটনা: পেট্রোলিয়াম পরিবহন উল্টে গিয়ে, ১৮ লক্ষ টাকার বিটুমিন রাস্তার ওপর ছড়িয়ে আছে
মোহাম্মদ রাশেদ :উখিয়া প্রতিনিধি
আজ সকাল ৭টার দিকে কুতুপালং টিভি টাওয়ার বাঁকে লবণের পানিতে পিচ্ছিল হয়ে পেট্রোলিয়াম পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির গ্লাস ভেঙ্গে গিয়ে প্রায় ১৮ লক্ষ টাকার বিটুমিন রাস্তার ওপর পড়ে। এই ঘটনায় শাহাপরী হাইওয়ে পুলিশের সহযোগিতায় গাড়ি উদ্ধার প্রক্রিয়া চলছে।
গাড়ি রাস্তার এক পাশে পড়ে থাকায় টেকনাফ-কক্সবাজার গামী যানবাহন চলাচলে কিছুটা অসুবিধা হয়েছে, তবে উখিয়া থানার পুলিশ ও শাহাপরী হাইওয়ে পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। স্থানীয়রা জানান, প্রতি বছর এই জায়গায় লবণের পানির কারণে ট্রাক, বাসসহ ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হয়। বিশেষ করে বাক ও ঢালু রাস্তা হওয়ায় নিয়মিত এক্সিডেন্ট ঘটে থাকে।