1. b4582c9923ca0880dea522bce41d3686 : UProtidin :
শিরোনামঃ
ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি, কোর্টবাজার স্ট্যাশনে মানববন্ধন অনুষ্ঠিত পেকুয়ায় অস্ত্রধারী সন্ত্রাসী ইউনুছ আটক, রামু সেনানিবাসের আভিযানিক দলের সফল অভিযান উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত “কুতুপালং বাজারে কোটি টাকার রাজস্ব, উন্নয়নে নেই কোনো অগ্রগতি” কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের গাড়ী চোর ইয়াবা আলম বেপরোয়া:চলেন গ্যাং বেধে! রামুর খুনিয়াপালং এক প্রাইভেট কারের ধাক্কায় তিন অটোরিকশায় ৭ জন আহত – নিহত – ১ ওসি মনজুর কাদের ভুইঁয়াকে দ্রুত প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত মতবিনিময় সভা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডা. শফিকুর রহমান কুতুপালং টিভি টাওয়ার বাঁকে দুর্ঘটনা: পেট্রোলিয়াম পরিবহন উল্টে গিয়ে, ১৮ লক্ষ টাকার বিটুমিন রাস্তার ওপর ছড়িয়ে আছে উখিয়া টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সরোয়ার জাহান চৌধুরী
শিরোনামঃ
ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড দাবি, কোর্টবাজার স্ট্যাশনে মানববন্ধন অনুষ্ঠিত পেকুয়ায় অস্ত্রধারী সন্ত্রাসী ইউনুছ আটক, রামু সেনানিবাসের আভিযানিক দলের সফল অভিযান উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত “কুতুপালং বাজারে কোটি টাকার রাজস্ব, উন্নয়নে নেই কোনো অগ্রগতি” কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের গাড়ী চোর ইয়াবা আলম বেপরোয়া:চলেন গ্যাং বেধে! রামুর খুনিয়াপালং এক প্রাইভেট কারের ধাক্কায় তিন অটোরিকশায় ৭ জন আহত – নিহত – ১ ওসি মনজুর কাদের ভুইঁয়াকে দ্রুত প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কক্সবাজার পাবলিক হলে অনুষ্ঠিত মতবিনিময় সভা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডা. শফিকুর রহমান কুতুপালং টিভি টাওয়ার বাঁকে দুর্ঘটনা: পেট্রোলিয়াম পরিবহন উল্টে গিয়ে, ১৮ লক্ষ টাকার বিটুমিন রাস্তার ওপর ছড়িয়ে আছে উখিয়া টাইপালং হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হলেন সরোয়ার জাহান চৌধুরী

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানায় কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯১ বার পঠিত

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানা কুমিল্লা রিজিয়নে কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোহাম্মদ রাশেদ:

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানা কুমিল্লা রিজিয়নে আজ বিকাল ৩:০০টায় কমিউনিটি পুলিশিং সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সভার সঞ্চালনা ও সভাপতিত্ব করেন শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রহমান খান, ডিআইজি (অপারেশনস্-পূর্ব বিভাগ) হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ খায়রুল আলম, অ্যাডিশনাল ডিআইজি (পুলিশ সুপার পদে কর্মরত), হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন।
এসময় আরো উপস্থিত ছিলেন,উখিয়ার পেশাদার গণমাধ্যম কর্মী সহ,উখিয়ার কমিউনিটি পুলিশিং, ট্রাক সমিতি, মালিক সমিতি, শ্রমিক সমিতি, সিএনজি সমিতি, টমটম সমিতি সহ অন্যান্য পরিবহন সমিতির নেতাকর্মীরা।

প্রধান অতিথি হিসেবে জনাব হাবিবুর রহমান খান তার বক্তব্যে হাইওয়ে রোডের গাড়ি চলাচলে সচেতনতা বৃদ্ধি এবং কমিউনিটি পুলিশিংয়ের নেতাকর্মীদের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, “সাধারণ জনগণ এবং পরিবহন চালকদের সচেতন করতে হবে, যাতে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা যায়।” তিনি প্রশাসনের সঙ্গে সহযোগিতা বাড়ানোর এবং ট্রাফিক ব্যবস্থা আরও উন্নত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি মোহাম্মদ খায়রুল আলম বলেন, “ড্রাইভারদের জীবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি চালককে দায়িত্বশীল হতে হবে, যেন তারা পথচারীদের জন্য কোনো ঝুঁকি সৃষ্টি না করে।” তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করেন এবং সড়কে নিরাপদে গাড়ি চালানোর আহ্বান জানান।

উখিয়ার পরিবহন সমিতির নেতাকর্মীরা কুতুপালং বাজারে যানজট নিরসনে একটি নির্দিষ্ট পার্কিং ও ট্রাফিক পুলিশ উপস্থিতির গুরুত্ব তুলে ধরেন। কুতুপালং সিএনজি সমিতির সভাপতি জানান, “কুতুপালং বাজারে যানজট নিরসনে একটি ট্রাফিক পুলিশকে নিয়মিতভাবে নিয়োজিত করা প্রয়োজন।”

এছাড়া, তারা পরিবহনে অতিরিক্ত বোঝাইয়ের কারণে একাধিক দুর্ঘটনা ঘটার বিষয়টি তুলে ধরেন। বিশেষত, টেকনাফ থেকে বিভিন্ন স্থানে ও দেশের অন্যান্য অঞ্চলে যাওয়ার সময় যানবাহনগুলো অতিরিক্ত বোঝাইয়ের কারণে সড়কের আঁকাবাকা রাস্তায় ঝুঁকি তৈরি হচ্ছে। তারা এই বিষয়ে কুতুপালং হাইওয়ে পুলিশের কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় রোহিঙ্গা অদক্ষ ড্রাইভারদের মাধ্যমে গাড়ি চালানোর বিষয়টি তুলে ধরা হয়, এবং তাদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

উখিয়ার শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহাবুল কবির সভায় উপস্থিত সকলকে লবণ বোঝাই ট্রাক এবং অতিরিক্ত মালামাল বহন না করার জন্য অনুরোধ জানান। তিনি বলেন, “লবণবোঝাই ট্রাক চলাচলের সময় লবণের পানি রাস্তায় যেন না পড়ে, সেদিকে সচেতন থাকতে হবে।” তিনি আরও বলেন, “লবণের পানি রাস্তায় পড়ে গেলে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, যার কারণে দুর্ঘটনা ঘটে, এতে অনেক তাজা প্রাণ ঝরে পড়ছে।”

এ সভার মাধ্যমে হাইওয়ে পুলিশ এবং বিভিন্ন পরিবহন সমিতির মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও জোরালো হওয়ার পাশাপাশি, এলাকার ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে আশা প্রকাশ করা হয়।

পোষ্টটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
© সর্বসত্ত্ব সংরক্ষিত উখিয়া প্রতিদিন-২০২৫ ইং
Site Customized By NewsTech.Com