উখিয়ায় জীপ-মাইক্রো সমবায় সমিতির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত: র্যালি ও বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
শাকুর মাহমুদ চৌধুরী:
আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলায় বিশাল র্যালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করে উখিয়া জীপ, মাইক্রো, বাস, মিনি বাস সমবায় সমিতি।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় উখিয়া স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি উদ্বোধন করেন এবং পরবর্তীতে শ্রমিক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। এই সংগঠন দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও শ্রমিকদের অধিকার আদায়ে পাশে থাকবে। ইতিমধ্যে আমাদের তিনজন সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারকে সংগঠনের পক্ষ থেকে মৃত্যুফান্ড প্রদান করা হয়েছে। আমরা চাই, মালিকরা আন্তর্জাতিক শ্রম আইন মেনে শ্রমিকদের যথাযথ বেতন, সুযোগ-সুবিধা প্রদান করবেন।
তিনি আরও বলেন, আমি শ্রমিকদের জন্য যে কোনো পরিস্থিতিতে কাজ করে যাবো এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় পাশে থাকবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সহ সভাপতি নুরুল কবির ভুট্টো, সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক আমির হামজা এবং সদস্যবৃন্দ শাহ আলমগীর, ইউসুফ জালাল, ছৈয়দ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব সোনা মিয়া ড্রাইভার, ফরিদ আলম ড্রাইভার, রফিক উদ্দিন ড্রাইভারসহ সংগঠনের অন্যান্য সদস্য, মালিক ও শ্রমিকগণ।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো শ্রমিকদের উদ্দীপনা ও একতা প্রকাশ। র্যালিটি উখিয়া স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে সমাপ্ত হয়। শ্রমিক সমাবেশে বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং পেশাগত নিরাপত্তা নিয়ে নানা দাবি তুলে ধরেন।
এই ধরনের উদ্যোগ শ্রমিক সমাজকে আরও সচেতন ও সংগঠিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।উখিয়ায় জীপ-মাইক্রো সমবায় সমিতির আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত: র্যালি ও বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
শাকুর মাহমুদ চৌধুরী:
আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলায় বিশাল র্যালি ও শ্রমিক সমাবেশের আয়োজন করে উখিয়া জীপ, মাইক্রো, বাস, মিনি বাস সমবায় সমিতি।
বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় উখিয়া স্টেশনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি আলহাজ্ব অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালি উদ্বোধন করেন এবং পরবর্তীতে শ্রমিক সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরা দেশের উন্নয়নের চালিকাশক্তি। এই সংগঠন দীর্ঘদিন যাবৎ শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও শ্রমিকদের অধিকার আদায়ে পাশে থাকবে। ইতিমধ্যে আমাদের তিনজন সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারকে সংগঠনের পক্ষ থেকে মৃত্যুফান্ড প্রদান করা হয়েছে। আমরা চাই, মালিকরা আন্তর্জাতিক শ্রম আইন মেনে শ্রমিকদের যথাযথ বেতন, সুযোগ-সুবিধা প্রদান করবেন।
তিনি আরও বলেন, আমি শ্রমিকদের জন্য যে কোনো পরিস্থিতিতে কাজ করে যাবো এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সব সময় পাশে থাকবো।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সহ সভাপতি নুরুল কবির ভুট্টো, সহ সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক আমির হামজা এবং সদস্যবৃন্দ শাহ আলমগীর, ইউসুফ জালাল, ছৈয়দ আলম।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব সোনা মিয়া ড্রাইভার, ফরিদ আলম ড্রাইভার, রফিক উদ্দিন ড্রাইভারসহ সংগঠনের অন্যান্য সদস্য, মালিক ও শ্রমিকগণ।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিলো শ্রমিকদের উদ্দীপনা ও একতা প্রকাশ। র্যালিটি উখিয়া স্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে সমাপ্ত হয়। শ্রমিক সমাবেশে বক্তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং পেশাগত নিরাপত্তা নিয়ে নানা দাবি তুলে ধরেন।
এই ধরনের উদ্যোগ শ্রমিক সমাজকে আরও সচেতন ও সংগঠিত করতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।